গাজায় ১৯ জিম্মি নিহত, সকাল সকাল রেগে গেলেন নেতানিয়াহু

ভয়াবহ যুদ্ধে লিপ্ত ইসরায়েল-হামাস।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েল মঙ্গলবার গাজায় বন্দী ১৩৫ জনের মধ্যে ১৯ জনকে তার অনুপস্থিতিতে মৃত ঘোষণা করেছে, তাদের বাহিনী দুই জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে। সরকারি প্রেস অফিস জানিয়েছে, ১৯ জনের তালিকায় তানজানিয়ার এক নাগরিকও রয়েছেন। এতে তার নাম উল্লেখ করা হয়নি।

তানজানিয়া জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত তাণ্ডবে হামাসের হাতে জিম্মি হওয়া প্রায় ২৪০ জনের মধ্যে তাদের দুই নাগরিকও ছিলেন। গত মাসে তানজানিয়ার এক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

hire