গাজায় হত্যালীলা, সাধারণ মানুষের মৃত্যু! দায়ী কে? জানা গেল বিরাট খবর

অব্যাহত ইসরায়েল-হামাস সংঘাত।

author-image
Aniruddha Chakraborty
New Update
VNBV ভJKক

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলেন, "বেসামরিক হতাহতের ঘটনা রোধে ইসরায়েল অতীতে এবং এই অভিযানে যে প্রচেষ্টা চালিয়েছে তা বিশ্বে আর কোনো দেশ নেই। গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামোতে কেবল আঘাত হানার জন্য আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে আমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো কিছু করছি। দুর্ভাগ্যবশত, হামাস তার নিজস্ব জনগোষ্ঠীকে মানব ঢাল হিসাবে ব্যবহার করে এবং এর দায় হামাসের উপর বর্তায়। এতে কোনো সন্দেহ নেই যে, গাজার জনগণের জন্য হামাস দায়ী। তারা তাদের শহর ছাড়তে দিচ্ছে না। তারা তাদের পেছনে লুকিয়ে আছে। তারা জনবহুল এলাকা থেকে গুলি করছে। গত সপ্তাহে গাজার রাস্তা থেকে ইসরায়েলি বেসামরিক জনগণের দিকে পাঁচ হাজারেরও বেশি রকেট ছোঁড়া হয়েছে।"