ভোটের আগে এবার 'গণতান্ত্রিক পদ্ধতিতে' হাত কাটার নিদান!

নির্বাচনের (Election) আগে ফের বিতর্কিত মন্তব্য। এবার কুকথা বলে আলোচনায় উঠে এসেছেন আইএসএফ (ISF) রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। তৃণমূল (TMC) ভোট লুঠতে এলে হাত কেটে নেওয়ার নিদান দিয়েছিলেন তিনি।

author-image
Pritam Santra
New Update
isf tmc

নিজস্ব সংবাদদাতাঃ  নির্বাচনের (Election) আগে ফের বিতর্কিত মন্তব্য। এবার কুকথা বলে আলোচনায় উঠে এসেছেন আইএসএফ (ISF) রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। তৃণমূল (TMC) ভোট লুঠতে এলে হাত কেটে নেওয়ার নিদান দিয়েছিলেন তিনি। এমন মন্তব্য শুবে আপত্তি জানিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নিজের মন্তব্য সংশোধন করেন বিশ্বজিৎ। পরে তিনি বলেন, 'গণতান্ত্রিক পদ্ধতিতে হাত কাটার কথা বলেছি। তৃণমূলের ভোট লুঠ করার প্রক্রিয়াকে যাতে আটকানো যায় সে কথা বলতে চেয়েছিলাম।"