New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: তিনি দলের নেতা। দলের কর্মীদের হয়ে লড়েছেন বহুবার। এমনকি কয়েকমাস আগে দলের কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে গ্রেফতারও হয়েছিলেন কলকাতা পুলিশের হাতে। তবে দলের অভিভাবক বলে কথা, এই ভাবে যে হাল ছাড়বেন না তিনি তা তো বলায় যায়।
ভাঙড়ের অশান্তির আবহেই আজ আইএসএফের মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে মনোনয়ন জমা দিতে চলেছেন আইএসএফ প্রার্থীরা। এদিনই মনোনয়ন জমা করতে চলেছেন প্রার্থীরা।
উল্লেখ্য, গতকালই ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে জড়ো হন তৃণমূল কর্মীরা। উত্তেজনা তৈরী হয় তারপরই। সেই বিষয়কে মাথায় রেখেই আজ সেখানে তৎপর পুলিশ কর্মীরাও। আর এমনই উত্তেজনা প্রবণ আবহে মনোনয়ন দিতে চলেছে আইএসএফের কর্মীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us