জারি হবে জরুরী পরিষেবা, দূষণ রুখতে কি দাওয়াই?

প্রবল দূষণের জেরে এক কথায় জরুরী পরিষেবাই জারি রয়েছে রাজধানী জুড়ে।

New Update
DELHI_POLLUTION_STANDALONE_03_11_1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভয়ঙ্কর দূষণে মুখ ঢেকেছে রাজধানী। বাতাসে নিঃশ্বাস নেওয়া এখন ক্ষতিকর। শেষ কবে সূর্যের মুখ দেখেছিল দিল্লিবাসী, তা ভুলতে বসেছেন তারা। দিল্লি সরকার ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে। খুব প্রয়োজন না থাকলে স্থানীয়দের বাইরে বেড়তে নিষেধ করা হয়েছে। কার্যত এক কথায় জরুরী পরিষেবাই জারি রয়েছে রাজধানী জুড়ে। এমন সময় পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ক্রমবর্ধমান দূষণ ইস্যুতে দিল্লি সচিবালয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকলেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন পরিবেশমন্ত্রী গোপাল রাই সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের আধিকারিকরা। মনে করা হচ্ছে ফের একবার দূষণ রুখতে করা দাওয়াই দিতে চলেছেন কেজরিওয়াল। কোন পথে হাঁটেন তিনি, এখন সেটাই দেখার।

 

hiren