অর্জুন ফিরলেও, দলের কর্মীরা কি মেনে নিতে পারছেন তাঁকে…!

দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকে কি মেনে নেবে দলের কর্মীরা?

New Update
Large-Image-Sukanta-Arjun.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: ধোঁয়াশার চাদর সরিয়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন অর্জুন সিং। বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি, জানিয়ে দিলেন সাংবাদিক সম্মেলন করে। তাঁর ‘ঘরওপাসি’ এখন শুধু সময়ের অপেক্ষা। তবে প্রশ্ন একটাই, বিজেপির কর্মকর্তারা কি সত্যিই হাসিমুখে তাঁকে দলে ফিরিয়ে নেবে? দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকে কি মেনে নেবে দলের কর্মীরা?

sdfghj

কেন এই প্রশ্ন, কারণ বিজেপির যুব নেতা তরুণজ্যোতি তেওয়ারির পোস্টে কিন্তু মিলছে অন্য ব্যাখ্যা। বিজেপির তরুণ যোদ্ধা একেবারেই অর্জুন সিং-এর এই দল পরিবর্তনকে ভালো ভাবে নিচ্ছেন না।

421788566_924501052628880_4089302864260284346_n.jpg

এদিন নিজের এক্স হ্যান্ডেলে তরুণজ্যোতি তেওয়ারি বলেন, “হরিয়ানার গয়া লালকে দেখেননি! কোনো সমস্যা নেই। আমাদের পশ্চিমবঙ্গে অর্জুন সিং আছে”। এরপরই তরুণজ্যোতি বলেন, “আমি বিজেপির একজন ক্ষুদ্র কর্মী মাত্র। তারপরও বলবো বিজেপি, সবাইকে স্বাগত জানাতে পারে না। আমি এর জন্যে দুঃখিত”।

 

Add 1

cityaddnew

স