গ্রেফতার হতে পারেন বিদ্যুৎ চক্রবর্তী!

৬টি মামলার ওপর নোটিশ পাঠিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ।

New Update
Bidyut chakrabarty

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উপাচার্য্যের পদ থেকে সরতেই চাপ বেড়েছে বিদ্যুৎ চক্রবর্তীর ওপর। ফলক বিতর্ক সহ একাধিক মামলায় জড়িয়েছে তাঁর নাম। ৬টি মামলার ওপর ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ। আর তারপরই ওই রকম দোর্দণ্ডপ্রতাপ উপাচার্য দিলেন গা-ঢাকা!

এদিন সকালে প্রথমে পুলিশি নোটিশের ওপর বিদ্যুৎ চক্রবর্তী প্রতিক্রিয়া দেন, এখনই তাঁর পক্ষে থানায় যাওয়া সম্ভব না। তার জন্যে তিনি, আগামী ৩ সপ্তাহ সময় চেয়ে নেন। তবে সেই সময় দিতে নারাজ ছিল শান্তিনিকেতন থানার পুলিশ। আজই দেখা করতে হবে বলে এদিন ফের আরও একটি নোটিশ নিয়ে বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি যান পুলিশ কনস্টেবলরা। তবে সেখানে সেই নোটিশ কেউ গ্রহণ করেননি। এমনকি বিদ্যুৎ চক্রবর্তী বাড়িতে নেই বলে জানান নিরাপত্তারক্ষীরা। দীর্ঘক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। এরপরই একটা প্রশ্ন জোরালো হচ্ছে গ্রেফতার হওয়ার ভয়েই কি গা ঢাকা দিয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী? 

hiren