ইসরায়েলে ড্রোন হামলা...অবশেষে দায় স্বীকার করল ইরান সমর্থিত গোষ্ঠী

ইসরায়েলে নতুন করে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠী।

New Update
drone attack

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, রবিবার সকালে তারা ইসরায়েলি সামরিক অবস্থানে দুটি হামলা চালিয়েছে।

ইরান সমর্থিত মিলিশিয়াদের শিয়া গ্রুপ বলছে, তারা গোলান মালভূমির একটি ঘাঁটি এবং ইসরায়েলের ভেতরের আরেকটি ঘাঁটিতে ড্রোন নিক্ষেপ করেছে।

রবিবার সকালে ড্রোন হামলার কোনো খবর পাওয়া না গেলেও সকাল ১১টায় গোলান মালভূমিতে রকেট সাইরেন বাজানো হয়।

Add 1

ইলাত নৌঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করার এক সপ্তাহ পর এই হামলার দাবি করা হলো। ইসরায়েল বলেছে, ড্রোনটি 'ইরানে তৈরি' এবং হামলাটি 'ইরান পরিচালিত'।