New Update
/anm-bengali/media/media_files/hYCv2wdFCHTxnNvlutaU.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ফ্রেশারদের জন্য বড় চাকরির সুযোগ নিয়ে এল ইনফোসিস। এই বিষয়ে জানিয়েছেন, ইনফোসিসের সিএফও জয়েশ সংঘরাজকা। তারা ২০২৫ আর্থিক বছরে ১৫ থেকে ২০ হাজার ফ্রেশারদের নিয়োগ করতে চাইছেন, যা সাম্প্রতিক এবং আসন্ন কলেজ স্নাতকদের জন্য আশা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। ১৮ জুলাই ইনফোসিস প্ৰধান জয়েশ সংঘরাজকা (সিএফও) জানিয়েছেন, গত একাধিক কোয়ার্টারে তারা দ্রুততার ভিত্তিতে নিয়োগ করে আসছেন। তারা ক্যাম্পাসের বাইরে থেকে ফ্রেশারদের নিয়োগ করেন বলেও জানিয়েছেন। ফলে নতুনদের জন্য আসতে চলেছে বৃহত্তম কাজের সুযোগ। উল্লেখ্য, তারা আর্থিক বছর ২০২৪-এ ১১,৯০০ ফ্রেশার নিয়োগ করেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us