/anm-bengali/media/media_files/L5sCXF7iEIhmopUOoJz9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান। অবশেষে ঘোষণা হল ভারতীয় দল। এশিয়ান গেমসের জন্য ক্লাবগুলিকে ফুটবলার ছাড়ার আবেদন জানিয়েছিলেন কোচ ইগর স্টিমাচ। ফুটবলার না পেলে দলের সঙ্গে না যাওয়ার কথা বলেছিলেন ভারতীয় কোচ। শেষমেশ সুনীল ছেত্রী এশিয়ান গেমস যাচ্ছেন। তবে পাওয়া যাচ্ছে না গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ জিঙ্ঘানদের।
এশিয়ান গেমসের জন্য ১৭ জনের দল ঘোষণা করা হয়েছে। সেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন সুনীল ছেত্রী। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, অনুর্ধ্ব ২৩ ফুটবলারদের দিয়ে দল গড়তে হবে। আর সঙ্গে রাখা যাবে ৩ জন সিনিয়র ফুটবলারকে। ভারতীয় দলে একাধিক ফুটবলারই ২৩-এর নীচে। তাই পুরো শক্তিশালী দল নিয়ে যাওয়া যেত। কিন্তু ক্লাবগুলি ফুটবলার না ছাড়ায় তা সম্ভব হল না।
🚨 UPDATE 🚨
— Indian Football Team (@IndianFootball) September 13, 2023
Deepak Tangri will join the #BlueTigers 🐯 squad for the Asian Games.#IndianFootball ⚽
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চিনে উড়ে যাওয়ার আগে প্রস্তুতিও সারবে ভারতীয় দল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us