/anm-bengali/media/media_files/WtXzOVygB2yYHK2adpbc.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ওই ২৩ জন সেনাবাহিনীর। সেনা ভর্তি সেনাবাহিনীর ভ্যান তিস্তার তোড়ে কোথায় ভেসে গিয়েছে জানা যায়নি এখনও। প্রায় পেরতে চলেছে ২৪ ঘন্টা, ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে সেনার পরিবারদের মধ্যে। এমন অবস্থায় এবার হেল্পলাইন চালু করল ভারতীয় সেনাবাহিনী।
এক্স হ্যান্ডেলে ইন্ডিয়ান আর্মি তাঁদের হেল্পলাইন নম্বরগুলি শেয়ার করেছে। সেখানে তারা উল্লেখ করেছে, ‘তাদের নিজস্ব সৈন্য সহ সিকিমে নিখোঁজদের পরিবারের জন্য তিনটি হেল্পলাইন চালু করেছে ভারতীয় সেনা বাহিনী। নম্বরগুলি হল -
উত্তর সিকিমের জন্য সেনা হেল্পলাইন নম্বর - 8750887741
পূর্ব সিকিমের জন্য আর্মি হেল্পলাইন - 8756991895
নিখোঁজ সৈন্যদের জন্য আর্মি হেল্পলাইন - 7588302011
The Indian Army has started three helplines for families of missing people in Sikkim including its own soldiers. The numbers are given below:
— ANI (@ANI) October 5, 2023
Army Helpline No for North Sikkim - 8750887741
Army Helpline for East Sikkim - 8756991895
Army Helpline for missing soldiers -… pic.twitter.com/JBkhrcgVPo
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us