International Yoga Day: যোগ দিবসে কামাল দেখালেন জওয়ানরা

প্রকৃতির কোলে যোগাভ্যাসে ব্যস্ত ভারতীয় জওয়ানরা। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, আবার পাহাড় থেকে সমতল সর্বত্রই দেখা গেল জওয়ানদের যোগাভ্যাস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
army yoga

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: তারা শারীরিক ভাবে ভীষণ রকম সক্ষম। কেননা তাদের কাঁধে দায়িত্ব বিশাল। তারা দেশের রক্ষায় সদা জাগ্রত। কেননা তারা হলেন ভারতীয় সেনা। আমাদের Indian Army। এই বিশ্ব যোগ দিবস তারাও উদযাপন করলেন নিজেদের ভঙ্গিমায়।

প্রকৃতির কোলে যোগাভ্যাসে ব্যস্ত হলেন তারা। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, আবার পাহাড় থেকে সমতল সর্বত্রই দেখা গেল একই চিত্র। যোগ ব্যায়ামে ব্যস্ত কয়েকশো ভারতীয় জওয়ান।

সকালেই সিকিমে দেখা যায় যোগাভ্যাসে ব্যস্ত ভারতীয় সেনারা। ভারতীয় সেনার তরফ থেকেই সেই ছবি প্রকাশ্যে আনা হয়েছে। সুন্দর পাহাড়ের মনোরম পরিবেশে যোগাসন করছেন জওয়ানরা।


লাদাখ – ভগবান যেন অতি যত্ন করে বানিয়েছে জায়গাটিকে। চারিদিকে শুভ্র তুষারে আবৃত পাহাড় মাঝে লেক। আর এরকমই জায়গায় যোগ দিবস উদযাপন করলেন ভারতীয় জওয়ানরা। প্যাংগঙ্গ লেকের ধারেই এদিন যোগাসনের আয়োজন করা হয়।


অরুণাচল প্রদেশেও দেখা গেল একই চিত্র। নবম যোগ দিবস উদযাপন করলেন জওয়ানরা। প্রকৃতির কোলেই যোগাভ্যাসে ব্যস্ত হলেন জওয়ানরা।


এবার পাহাড় থেকে একেবারে চলে যাব মরুর দেশে। রাজস্থানে বালির মধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন ভারতীয় জওয়ানরা। বালির মধ্যেই ফেললেন আর্চ।