‘চড়া মূল্য দিতে হবে’— পাকিস্তানকে ঠান্ডা বার্তা দিলেন শশী থারুর

নিউ ইয়র্কে দাঁড়িয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী থারুরের—'ভারতীয়দের হত্যার ফল এবার চড়া হবে।' পাহালগাঁও হামলার পর ভারতের কড়া জবাব নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ

author-image
Debapriya Sarkar
New Update
sashi taroor

নিজস্ব সংবাদদাতা : পাহালগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা নিয়ে বিদেশ সফরে গেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। নিউ ইয়র্কে ভারতের কনসুলেট জেনারেলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি সরকারে নই, বিরোধী দলের লোক। কিন্তু পাহালগামের পরই বলেছিলাম—এবার সময় এসেছে কড়া ও বুদ্ধিমত্তার সঙ্গে আঘাত হানার। ভারত সেটা ঠিকমতো করেছে।”থারুর জানিয়ে দেন, পাকিস্তানে যারা মনে করে ভারতীয়দের হত্যা করে পার পেয়ে যাবে, তারা এবার কঠিন জবাব পাবে।

pahalgam

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হন, যার মধ্যে একজন নেপালিরও মৃত্যু হয়। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে জঙ্গি সংগঠন প্রথমে দায় নেয়, পরে তা ফিরিয়ে নেয়। এর জবাবে ভারত চালায় 'অপারেশন সিঁদুর', যেখানে পাকিস্তান ও পিওকে-তে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করা হয়।

sashi tharoor editted .jpg

শশী থারুর বর্তমানে গায়ানা, কলম্বিয়া, ব্রাজিল ও আমেরিকায় ভারতীয় সাংসদদের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। উদ্দেশ্য—বিশ্বের সামনে পাকিস্তানের সন্ত্রাসবাদে জড়িত থাকার প্রমাণ তুলে ধরা।