‘ইন্ডিয়া’ কি বলার সুযোগ পাবে?

এবার মণিপুরের কথাই তুলে ধরতে চান সাংসদরা। যা জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সাংসদরা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
F2LFBrvbkAAweSe 4.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মণিপুরের হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে এসেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। ২১ জনের সদস্য দল গিয়েছিলেন সেখানে। কথা বলেছেন উভয় সম্প্রদায়ের সাথে। সেখানকার মানুষদের দুঃখ-দুর্দশার কথাও শুনেছেন তাদের কাছে।

আর এবার সেই কথাই তারা তুলে ধরতে চান সংসদে। যা জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সাংসদরা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করবেন খুব শীঘ্রই। আর তারা দাবি করবেন যে মণিপুর সফরকারী সাংসদদের প্রতিনিধি দলকে মণিপুরের বাস্তবিক চিত্র যাতে বর্ণনা করার সুযোগ দেওয়া হয় নিজ নিজ কক্ষে; সেই বিষয়টিও যাতে তারা দেখেন এমনটাও অনুরোধ করবেন অধ্যক্ষদের কাছে।