New Update
/anm-bengali/media/media_files/R62VVFfKGQHfchFQabG1.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রথমেই এমনটা আশঙ্কা করা হয়েছিল। নতুন মাঠ, বিনা প্র্যাকটিসে খেলতে নামা। ফলাফলটা কী হবে? আর সেই আশঙ্কাই এবার সত্যি হল। হার দিয়েই এশিয়ান গেমসে যাত্রা শুরু হল ভারতের।
এদিন সুনীলের দল প্রথম থেকে ফাইট দিয়েছিল জোরদার। পেনাল্টি বাঁচিয়েছিলেন গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে সমতা ফেরান রাহুল কেপি। কিন্তু দিনের শেষে হতাশায় জোটে ভারতীয় ফুটবল দলের। চিনের কাছে ৫-১ গোলে হার মানতে হয় ইগর স্টিমাচের দলকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us