INDIA-র স্টেপ আউট, মণিপুরের দুয়ারে পা জোট প্রতিনিধিদের

দলে তৃণমূলের পক্ষ থেকে সুস্মিতা দেব, কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও মোট ১৬টি দলের ২০ জন প্রতিনিধি পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
F2LFBrvbkAAweSe.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মণিপুরে গেলেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী, আজ সকাল ৯টা নাগাদ মণিপুর রওনা হলেন ২০ সদস্যের প্রতিনিধিদল। দলের নেতৃত্বে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখে বিশেষ চপারে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

দলে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, আপ সাংসদ সুশীল গুপ্তা, ডিএমকে সাংসদ কানিমোঝি রয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও মোট ১৬টি দলের ২০ জন প্রতিনিধি পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন।

সংসদীয় প্রতিনিধি দল আজ ও আগামীকাল মণিপুরের হিংসা বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শন করবেন। কথা বলবেন কুকি ও মেইতেই গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে। এদিন সকালে যাওয়ার সময়ই তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানান, "আমরা উভয় সম্প্রদায়ের সদস্যদের সাথে দেখা করার চেষ্টা করব। উপত্যকা-সমতল উভয় সম্প্রদায়ের সাথেই কথা বলব”।

সেখান থেকেই জানা যায়, মূলত দুটি টিমে ভাগ হয়ে কাজ করবেন তারা। কেননা সমতলের গাড়ির চালক পর্যন্ত প্রবেশ করতে পারে না উপত্যকায়। এতোটাই কঠিন পরিস্থিতি সেখানে। তাই ২০ জন সদস্য দুটি দলে ভাগ হয়ে দুই সম্প্রদায়ের সাথে কথা বলবে।

আগামীকাল রবিবার সকাল ১০টায় মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দলটি। সেখানেই আজকের পরিদর্শন নিয়ে একটি সংক্ষিপ্ত রিপোর্ট দেওয়ার কথা। এছাড়া রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা আর্জি জানাতে পারেন, রাজ্যে স্থিতাবস্থা ফেরাতে পদক্ষেপ করুক রাজ্যপাল অনুসূয়া উইকি। শনি ও রবিবার মণিপুর ঘুরে এসে তারা রিপোর্ট জমা দিতে পারেন ইন্ডিয়ার সদস্যদের কাছেই। সেই মতো জোটের মধ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।