মৈত্রী স্থাপন, মাধ্যম হল ‘অন্ন’

ভারত ও সিঙ্গাপুরের ঘনিষ্ঠ বন্ধুত্বে যুক্ত হল আরও এক মাধ্যম। এবার আরও দৃঢ় হবে বন্ধুত্ব।

New Update
rice.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: চাল রপ্তানিতে যুগান্তকারী সিদ্ধান্ত ভারতের। এবার আরও দৃঢ় হবে বন্ধুত্ব। এমনটাই সংকেত দিলেন এমইএ মুখপাত্র অরিন্দম বাগচি।

তিনি টুইট করে জানিয়েছেন, “ভারত এবং সিঙ্গাপুর ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব উপভোগ করে। যার ফলে অর্থনৈতিক সম্পর্কও দৃঢ় হয়। একই সাথে দুই দেশের জনগণের মধ্যে সংযোগ স্থাপনও জোরালো হয়৷ এই বিশেষ সম্পর্কের পরিপ্রেক্ষিতে, ভারত খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে চাল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে৷ এবার ভারতের চাল যাবে সিঙ্গাপুরে। এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা শীঘ্রই জারি করা হবে”। আর এর ফলে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে বলেই মনে করছেন অরিন্দম বাগচি।