সংসদে রাহুল, বদলাবে পরিস্থিতি?

এদিন সকাল ১০টা থেকে শুরু হচ্ছে বৈঠক। I.N.D.I.A. ফ্লোর অফ হাউসের জন্য কৌশল তৈরি করতে যোগ দেবে এই বৈঠকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
11111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সংসদে ফিরে এসেছেন রাহুল গান্ধী। তাই এবার ইন্ডিয়া জোট সংসদের ভিতরে আরও শক্তিশালী। আজ সংসদে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জবাবী ভাষণ পেশ করবেন রাহুল। তার আগে প্রস্তুতি সেরে নেবে ইন্ডিয়া জোট।

যা জানা যাচ্ছে, এদিন সকাল ১০টা থেকে I.N.D.I.A. ফ্লোর অফ হাউসের জন্য কৌশল তৈরি করতে সংসদে এলওপি রাজ্যসভার অফিসে ফ্লোর লিডারদের বৈঠক অনুষ্ঠিত হবে। লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে। বৈঠকে হাজির থাকবেন রাহুল গান্ধী।