কৃষ্ণ কল্যাণী : কেড়ে নেওয়া হল মোবাইল! মিল থেকে বের করে দেওয়া হল শ্রমিকদের

বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গঙ্গারামপুরের রাইস মিলেও অভিযান চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। এর জেরে সমস্যায় পড়লেন শ্রমিকরা। তিনটি গাড়িতে তল্লাশি চালাতে আসেন আধিকারিকরা।

author-image
Pallabi Sanyal
New Update
মিল

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : অন্যান্য দিনের মতোই সকালে মিলে গিয়েছিলেন শ্রমিকরা। তখনও তারা জানতেন না কী অপেক্ষা করছে তাদের জন্য।  বুধবার সকালে  বাসভবনের পাশাপাশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গঙ্গারামপুরের রাইস মিলেও অভিযান চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। এর জেরে সমস্যায় পড়লেন শ্রমিকরা। তিনটি গাড়িতে তল্লাশি চালাতে আসেন ১০-১৫ জন আধিকারিক।  ফলে, কাজে যোগ দিলেও শ্রমিকদের বের করে দেওয়া হয় মিল থেকে। কেউ বা দাঁড়িয়েছিলেন রাস্তায়। কেউ কেউ ফিরে গিয়েছিলেন বাড়িতে। আবার যে শ্রমিকরা কাজ করতে ঢুকেছিলেন মিলের ভিতরে তারা  তিনটে গাড়ি আনলোডিং করার সুযোগ পেয়েছেন মাত্র। তারপরই বন্ধ হয়ে যায় কাজ। অগত্যা তাই বসেছিলেন তারা। এদিকে, তল্লাশি চলাকালীন যাতে তারা কোনও ছবি বা ভিডিও ফোনবন্দি না করতে পারেন সেই দিকেও নজর ছিল আয়কর আধিকারিকদের।  শ্রমিকদের অনেকেরই মোবাইল নিয়ে নেওয়া হয় এদিন। মিলের ভিতরে শ্রমিকদের যে জিনিসপত্র ছিল তাও বের করার সুযোগ পাননি তারা। বাইরে থাকা শ্রমিকদের অনেককেই চলে যেতে বলা হয়। কেউ বা আবার অপেক্ষা করছিলেন অফিস রুমে তল্লাশি শেষ হলে পুনঃরায় কাজ শুরু করবেন বলে। আয়কর হানায় দিনভর চললো তোলপাড়।  

ad.jpg