নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে ৩৭তম সপ্তাহের মতো বিক্ষোভ চলছে। জানা গিয়েছে, সোমবার হাজার হাজার লোক একযোগে তেল আবিবের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করতে বেরিয়ে এসেছিল। বিক্ষোভের কারণে শহরের অনেক রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ইসরায়েলি কর্তৃপক্ষ বিচার ব্যবস্থার সংস্কারের পরিকল্পনা ঘোষণা করে। বিশেষ করে এই সংস্কারে সুপ্রিম কোর্টের বিচারকদের নির্বাচন প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কাছে হস্তান্তরের বিধান রয়েছে।