লালন শেখ মামলা, সামনে এল এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর

অভিযুক্ত দুই কনস্টেবল আদালতে অনুরোধ জানিয়েছিল, যে পলিগ্রাফ টেস্টে তাঁদের সম্মতি নেই। আর এদিন তাঁদের সেই অনুরোধকেই মান্যতা দিয়েছে আদালত।

New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রামপুরহাটে সিবিআই হেফাজতে থাকাকালীন রহস্যজনক মৃত্যু হয়েছিল। তারপর সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের বিশেষ দল সিটের হাতে। এবার সিটের আবেদনও খারিজ করে দিল আদালত।

যা জানা যাচ্ছে, সিট চেয়েছিল সিবিআইয়ের দুই কনস্টেবল যারা ঐ দিন ডিউটিতে ছিলেন, তাঁদের বয়ানে অসঙ্গতি মেলায় পলিগ্রাফ টেস্ট করতে। কিন্তু ওই দুই কনস্টেবল আদালতে অনুরোধ জানিয়েছিল, যে পলিগ্রাফ টেস্টে তাঁদের সম্মতি নেই। আর এদিন তাঁদের সেই অনুরোধকেই মান্যতা দিয়েছে আদালত। সিটের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সাফ ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এখনই পলিগ্রাফ টেস্ট করা যাবে না। মূলত, ওই দুই কনস্টেবলের ডিউটিতে থাকাকালীনই লালন শেখের রহস্যজনক মৃত্যু হয়। তাঁর সেলের ভিতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কীভাবে নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল, তাতেই সন্দেহ দানা বাঁধে সিটের। আর তাতেই পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিট।