New Update
/anm-bengali/media/media_files/u68MLDwmKo9Vc67ktFug.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যদি আপনি উত্তরবঙ্গের বাসিন্দা হন তবে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন। আগামী ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। জারি করা হল হলুদ এবং কমলা সতর্কতা।
২১ তারিখ এবং ২২ তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জারি করা হয়েছে কমলা সতর্কতা।
Special Bulletin on Enhanced rainfall activity over the districts of North Bengal during 21st to 26th August, 2023. pic.twitter.com/T037pXMGl0
— IMD Kolkata (@ImdKolkata) August 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us