/anm-bengali/media/media_files/bjK1cT6eUnPSzD7e75Pi.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’, আর তাতে তোলপাড় রাজ্য-রাজনীতি। গতকাল কেন্দ্রের তরফ থেকে হঠাৎ বদলে দেওয়া হয় ‘ইন্ডিয়া’ শব্দটি। জি২০-র আমন্ত্রণ পত্রে রাষ্ট্রপতিকে সম্বোধন করা হয় ‘প্রেসিডেন্ট অফ ভারত’ হিসেবে। আর তারপরই বিরোধীতার ঝড় ওঠে দেশ জুড়ে। এদিন সেই ‘ভারত’-এরই ব্যাখ্যা দিলেন CPI(M) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
তিনি এদিন বলেন, “সংবিধানের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ইন্ডিয়া যা ভারত হিসেবেও পরিচিত তা রাজ্যগুলির একটি ইউনিয়ন'... এটি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন... IIT , IIM, এই সবের মধ্যে ইন্ডিয়া শব্দটি রয়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রপতির সাথে ‘রিপাবলিক অফ ইন্ডিয়া’ যুক্ত হয়। এটিকে 'ভারত' করার পিছনে একাধিক উদ্দেশ্য রয়েছে। ইন্ডিয়া জোটের নাম নিয়ে বিরোধী দল ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলি বেশ কিছুদিন ধরেই এই প্রতিবাদ করছিলেন। বিভিন্ন ভাবে বলছিলেন ‘ইন্ডিয়া’ নাম বাতিল করতে। কিন্তু সেটা না হওয়ায় বিজেপি এতোটাই ক্ষুব্ধ যে এবার দেশের নামের ক্ষেত্রেই ইন্ডিয়া বাদ দিয়ে দিচ্ছে। নিয়ে ‘ভারত’ করার সিদ্ধান্ত নিচ্ছেন তারা। তাহলে কি এবার বিরোধী জোটরা 'ভারত' নামে কোনও সংক্ষিপ্ত রূপ তৈরি করবে?"
#WATCH | Delhi: CPI(M) General Secretary Sitaram Yechury says, "The first article of the Constitution says 'India that is Bharat shall be a Union of States'... It is All India Medical Sciences, Indian Space Research Organisation... IIT, IIM, there is India in all of these. It was… pic.twitter.com/NJrmlDtIqX
— ANI (@ANI) September 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us