যুদ্ধঃ লক্ষ্য হিজবুল্লাহ, প্রতিশোধমূলক হামলা সেনার!

ফের দক্ষিণ লেবাননে হামলা চালাল আইডিএফ।

author-image
Aniruddha Chakraborty
New Update
nn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলার জবাবে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আরও হামলা চালিয়েছে। ব্লিদা ও আইতারুনে যুদ্ধবিমানের আঘাতে যেসব স্থাপনা হামলা হয়েছে তার মধ্যে পর্যবেক্ষণ পোস্ট ও সন্ত্রাসী গোষ্ঠীর অন্যান্য অবকাঠামো রয়েছে।

এর আগে আইডিএফ জানিয়েছিল, তারা মাজদাল সেলমে হিজবুল্লাহর আরেকটি অবস্থানে আঘাত হেনেছে।

hire