New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে হামাসের ১৪ সদস্যসহ ৪১ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা।
আইডিএফ বলছে, গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীর জুড়ে ১,৫৪০ জন ওয়ান্টেড ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে সেনারা, যাদের মধ্যে হামাসের সঙ্গে যুক্ত ৯৩০ জনেরও বেশি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরের অন্তত ১৭৬ জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে এবং কিছু ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us