"অসীম মুনির, তোমার কবর খোঁড়া হবে"- সোজা হুমকি দিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা!
কোনও যুদ্ধবিরতি মানা হচ্ছে না! প্রমাণ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
শ্রীনগরে ড্রোন হামলা, পাল্টা জবাবে সক্রিয় ভারত
BREAKING: যুদ্ধবিরতি? "হোয়াট দ্য হেল..."! এবার একেবারে ক্ষেপে গেলেন মুখ্যমন্ত্রী
জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গুলি, পাল্টা জবাবে বিএসএফকে ‘পূর্ণ শক্তি’তে হামলার নির্দেশ কেন্দ্রের
BREAKING : নির্লজ্জতার সীমা ছাড়ালো পাকিস্তান ! ফের ব্ল্যাক আউট শ্রীনগর, উধমপুরে
BIG BREAKING: কোথায় যুদ্ধবিরতি? কোথায় শান্তি? ফের হামলা চালাল পাকিস্তান
সাম্বায় পাকিস্তানের গুলি, বাজলো সাইরেন
ট্রাম্পের মধ্যস্থতা! ভারত বলছে যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষই "সরাসরি" কাজ করেছে

স্ত্রীকে খুনের চেষ্টা স্বামী- পশ্চিম মেদিনীপুর

স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর! আটক স্বামী।

author-image
Aniket
New Update
c

পশ্চিম মেদিনীপুর:- গলা ও পেট কেটে স্ত্রীকে খুন করার চেষ্টা স্বামীর! সকালবেলা হঠাৎই ঘর থেকে চিৎকারের আওয়াজ পেয়ে আশেপাশের প্রতিবেশীরা এসে দেখে স্ত্রীকে কোপাচ্ছে স্বামী। চিৎকার শুনে গ্রামের মানুষ চলে আসায় প্রাণে বেঁচে যান স্ত্রী। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ১ নম্বর ব্লকের এক নম্বর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর চৌকান কেনেল পাড় বসতি এলাকার। ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ! পুলিশ এসে আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রেফার করা হয় আরামবাগ মহাকুমা হাসপাতালে।

c

আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত মহিলার নাম পারভীনা বিবি, স্বামীর নাম শহিদুল মল্লিক শ্রীনগর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী দুজনে রাত্রিবেলা শুয়েছিল তার মধ্যে দুজনের দ্বন্দ্ব বাধে। ভোরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অন্যদিকে পুলিশ ঘটনাস্থল থেকে আহত মহিলার স্বামীকে আটক করে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকও নাকি তার নিজের গলা কেটেছে। ওই যুবককে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে পুলিশ। তবে যুবক কি জন্য এরকম কাজ করেছে তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি।

Adddd