/anm-bengali/media/media_files/WP4YbX3yVB8pmDB3tbTw.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেখানে পাতে ইলিশ নেই, এমনটা কি হয়? এবার এরাজ্যের বাঙালিদের জন্যে থাকছে ইলিশ চমক।
এবছর পুজোয় জমিয়ে পেটপুজো করা যাবে ইলিশ পাতে দিয়ে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এবিষয়ে জানিয়েছেন, সম্প্রতি ভারতের সঙ্গে ইলিশ রপ্তানি নিয়ে কথা হয়েছে পড়শি দেশের। সেই মত পশ্চিমবঙ্গকে ৫ হাজার টন ইলিশ পাঠাবে তারা। মূলত, প্রতি বছর বাংলাদেশ প্রায় ৬ হাজার টন ইলিশ প্রস্তুত করে। সেখানে বছরে একবার ৫ হাজার টন পশ্চিমবঙ্গে পাঠালে বাংলাদেশের বাজারে তাঁর কোনও প্রভাব পড়বে না।
তবে বাণিজ্যমন্ত্রীর এই হেন নির্দেশের পর চিন্তা বেড়েছে বাংলাদেশের খুচরো বিক্রেতাদের। বাংলাদেশের বাজারে ইলিশের যোগান কমবে, ফলে বাড়বে দাম, এমনটাই মনে করছেন বিক্রেতারা। তবে এমনটা কিছু ঘটবে না বলেই আশ্বস্ত করেছেন টিপু মুন্সী।
এদিকে, পুজোর আগে এতো ইলিশ আশায় রসে-বসে বাঙালি আরও খাদ্য তালিকায় মনোনিবেশ করছে। এবছরের পুজোতে ইলিশের স্বাদেই ডুব দিতে চান তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us