New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: হঠাৎ জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মাটি। ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় আতশবাজি কারখানায় বিস্ফোরণটি ঘটে বলে জানা যাচ্ছে। একাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে কতজন প্রাণ হারিয়েছেন তা এখনও জানা যায়নি।
#WATCH | Few people feared dead in explosion in firecrackers factory in Krishnagiri district of Tamil Nadu; further details awaited pic.twitter.com/cOImAJy35y
— ANI (@ANI) July 29, 2023