মেঘে মুখ ঢেকেছে এই জেলা

হাওড়ায় দিনের বেলায় মেঘের দেখা মিলবে। তবে তাতে বাড়বে অস্বস্তিকর গরম।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
weather debra.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আকাশে মেঘের আনাগোনা থাকছে আজও। তবে কমবে বৃষ্টির পরিমাণ, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আসলে আবহাওয়ার খামখেয়ালিপনায় আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝা দুষ্কর হয়ে উঠছে সাধারণের কাছে। বৃষ্টি না হলেই বাড়ছে গরম। ফলে আজ থেকে ফের গরমের প্রাদুর্ভাব বাড়বে বলেই মনে করা হচ্ছে।

হাওয়া অফিস জানাচ্ছে, হাওড়ায় দিনের বেলায় মেঘের দেখা মিলবে। তাতে বাড়বে অস্বস্তিকর গরম। তবে বেলার দিকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ, ঘন্টায় ১০ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।