New Update
/anm-bengali/media/media_files/E8e2tVPe7K8xWHUmOjNQ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: গতকাল সকাল থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। মনে হচ্ছিল বৃষ্টি এবার কাটছে। কিন্তু তেমনটা বেলার দিকে আর ঘটল না। ফের কালো হল আকাশ, এবং একই সাথে শুরু হল দফায় দফায় বৃষ্টি। সঙ্গে তেমনই মেঘের গুরু গুরু ডাক। শুধু যে বেলার দিকে তা নয়, গতকাল রাতভর দেখা গেল সেই চিত্র।
এমনিতেই হাওড়া জেলায় গত পরশু থেকেই বন্যার সতর্কতা জারি করা হয়েছে। নীচু এলাকাগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের। আর তার মধ্যে গত রাতের আবহাওয়া বেশ ভয় ধরিয়েছে। আজও সারাদিনই ভারী মেঘের দেখা মিলবে। সঙ্গে নামবে বৃষ্টি বলেই জানা যাচ্ছে। ফলে তাপমাত্রাতেও আসবে ব্যাপক পরিবর্তন। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ১১ কিমি। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us