ভেসে গেল বাড়ি, বন্ধ হল জাতীয় সড়ক…!

রাভি নদীর ধারে অবস্থিত বেশ কিছু বাড়িঘর প্লাবিত বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। আতঙ্কিত প্রত্যেকেই। বন্ধ জাতীয় সড়ক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (53) (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গত দুদিন ধরে অবিরাম ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। নদী-নালা উপচে পড়ছে, রাভি নদী ফুলে-ফেঁপে উঠেছে।

আর তার জলে ভেসে গিয়েছে ঘর-বাড়ি। রাভি নদীর ধারে অবস্থিত বেশ কিছু বাড়িঘর প্লাবিত বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। আতঙ্কিত প্রত্যেকেই। এমনকি প্রবল বৃষ্টিতে ভূমিধ্বস নেমে বন্ধ পাঠানকোট-ভারমৌর জাতীয় সড়ক। যার জেরে এই বিপদের মাঝে যোগাযোগও বিচ্ছিন্ন। ফলে আরও সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।