New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ভারত-হন্ডুরাস সম্পর্কের নতুন অধ্যায় শুরু। হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এনরিক রেইনা বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেছেন। উদ্দেশ্য—ভারতে হন্ডুরাসের প্রথম দূতাবাস উদ্বোধন।
/anm-bengali/media/media_files/2025/05/15/hqZzyo0hWOpFhF6uoOjY.png)
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, “হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী @EnriqueReinaHN-কে দিল্লিতে আন্তরিক স্বাগত। এই দূতাবাস উদ্বোধন ভারত-হন্ডুরাস উষ্ণ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন।”
দূতাবাস চালু হওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের দিকেও এটি একটি ইতিবাচক পদক্ষেপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us