New Update
/anm-bengali/media/media_files/wGeToe3Q0SOpNPyPIqar.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সন্ত্রাসী ও এক সিরীয় নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, "ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির নিকটবর্তী কুনেইত্রা প্রদেশের মদিনাত আল-বাথ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় নজরদারি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইউনিটের এক সিরীয় ও লেবাননের হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হয়েছেন।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us