বৃষ্টির জেরে নামল ধস, রাস্তায় দেখা গেল অবাক করা চিত্র

ধস নামার কারণে রাস্তা বন্ধ। আর তার প্রভাব পড়ল কুল্লু-মান্ডি সড়কের আরেক প্রান্তে। একদিকে খাদ আরেকদিকে পাহাড়, মাঝে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি।

New Update
landslide copy.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশ থেকে বৃষ্টি যেন বিদায় নিতেই চাইছে না। বৃষ্টির কারণে কুল্লু-মান্ডি সড়ক ফের বিপর্যস্ত। ধস নামার কারণে রাস্তা বন্ধ। আর তার প্রভাব পড়ল কুল্লু-মান্ডি সড়কের আরেক প্রান্তে।

যা জানা যাচ্ছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে কুল্লু জেলায় শত শত যানবাহন দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। গাড়ি চালকদের দাবি, “এখানে খাওয়া বা পান করার কিছু নেই। এখানে প্রায় ৫-১০ কিলোমিটার যানজট রয়েছে। শীঘ্রই যানজট মুক্ত করা উচিত রাস্তাটিকে”।

 

কুল্লুর এসপি সাক্ষী ভার্মা জানাচ্ছেন রাস্তা পরিষ্কারের কাজ চলছে। PWD রাস্তা পরিষ্কার করে দিলেই যানজট স্বাভাবিক হয়ে যাবে।