চোখ রাঙাচ্ছে ভারী বৃষ্টি, নামতে পারে ভূমিধস!

বৃষ্টির জেরে ফের উত্তরবঙ্গের নদী গুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে।

New Update
ezgif.com-gif-maker (78).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মৌসুমী অক্ষরেখার এই মুহুর্তের অবস্থান দক্ষিণ দিনাজপুরের ওপর। ফলে স্বভাবতই, উত্তরবঙ্গের সমস্ত এলাকাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২ দিন উত্তরবঙ্গের ৫ জেলাতে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

যা জানা যাচ্ছে, এই বৃষ্টির জেরে ফের উত্তরবঙ্গের নদী গুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। ভূমিধসের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই মুহুর্তে উত্তরবঙ্গের সর্বনিম্ন গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ।