New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনী বিমান হামলা চালাচ্ছে বলে জানা গিয়েছে।সূত্রে খবর, লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। পশ্চিম গ্যালিলিতে রকেট ও ড্রোনের সাইরেন বাজানোর মধ্যে এই বোমা হামলার ঘটনা ঘটে। আইডিএফ এখনও এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us