ভ্যাপসা গরমে এখন থেকেই নাজেহাল জেলা

আজ সকাল থেকেও দেখা যাচ্ছে একই ছবি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mednipur weather

File Picture

নিজস্ব সংবাদদাতা:ঠান্ডার অনুভূতি তো বিদায় নিয়েছে। এখন সময় শুধু গরমের। আর সেই গরম যেন ভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। ফেব্রুয়ারির রেকর্ড গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসী আর মার্চ পড়তে ছবিটা যেন আরও জোরালো। রবি-সোমে ঝড়বৃষ্টির পূর্বাভাস রইলেও রবিবার সারাদিন আর্দ্রতা জনিত অস্বস্তি ছিল হাওড়ায়। আর আজ সকাল থেকেও দেখা যাচ্ছে একই ছবি।

আজ হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ৫ কিলোমিটার। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানা যাচ্ছে।

Add 1