আকাশ মেঘলা, বৃষ্টি নয়, মিলবে অস্বস্তি

ভাদ্র মাসের গরমে পুড়বে বাংলা। একই পরিস্থিতি থাকবে হাওড়া জেলায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
VSetu_Nov2018_103 (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এখন যে আর স্বস্তির বৃষ্টি নেই, তা আগেই জানিয়েছে হাওয়া অফিস। তার বদলে প্রতিনিয়ত গরম বাড়বে বলেই জানা গিয়েছে। গতকাল থেকেই তা হাতেনাতে প্রমাণ মিলেছে। ভাদ্র মাসের গরমে এবার পুড়বে বাংলা।

যা জানা যাচ্ছে, এই একই পরিস্থিতি থাকবে হাওড়া জেলায়। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে নামমাত্র হাওয়ার গতিবেগ থাকবে। আর যত বেলা গড়াবে ততো মেঘলা আকাশের জন্যে অস্বস্তিকর গরম বাড়বে। যাতে নাজেহাল হবে হাওড়াবাসী।