/anm-bengali/media/media_files/2ExRoVtPeLkkcqGJ3Y0W.jpg)
নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে জোট গুঞ্জনের মধ্যেই সোমবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। সোমবার প্রকাশিত এই প্রার্থী তালিকায় মোট ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।যে আসনগুলির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে নারায়ণগড়, কালায়াত, পুন্ডরী, রানিয়া, ভিওয়ানি, রোহতক, বাহাদুরগড়, বাদলি, বেরি। এছাড়াও রয়েছে মহেন্দ্রগড়, নারনাউল, বাদশাহ্পুর, সোহনা ও বল্লগড় প্রভৃতি।আপ সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনায় ক্রমাগত কালক্ষেপ হচ্ছে। ১২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এরপরে তো আপ মনোনয়নই জমা দিতে পারবে না।
हरियाणा विधानसभा चुनावों के लिए पार्टी ने 20 उम्मीदवारों का एलान किया है। हम हरियाणा में पूरी मजबूती से चुनाव लड़ेंगे और बीजेपी की कुशासन की सरकार को हटाने का काम करेंगे।@SanjayAzadSlnpic.twitter.com/k1BKrIMJkv
— AAP (@AamAadmiParty) September 9, 2024