ইসরায়েলে ভয়াবহ হামলা-বহু মানুষের মৃত্যু! পাশে দাঁড়ালেন হ্যারিস

গোলান মালভূমিতে হামলার পর ইসরায়েলের প্রতি কমলা হ্যারিসের সমর্থন 'আয়রনক্ল্যাড'।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kkamala .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমর্থন 'লৌহবর্ম'।

গর্ডন বলেন, "ভাইস প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে এবং উত্তর ইসরায়েলের মাজদাল শামসের একটি ফুটবল মাঠে হিজবুল্লাহর ভয়াবহ হামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি এই ভয়াবহ হামলার নিন্দা জানান এবং নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেন।" 

এক বিবৃতিতে গর্ডন বলেন, 'ইসরায়েল তার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য ভাইস প্রেসিডেন্টের সমর্থন লৌহবর্ম।'