ব্রেকিং: নজরে জ্ঞানবাপী, আদালতের বিরাট রায়

দায়রা আদালতের রায়কে খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, এই সমীক্ষাতে কোনও কিছু ক্ষতিগ্রস্ত হবে না।

New Update
gyanvapi jj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জ্ঞানবাপী মসজিদ মামলায় এলাহাবাদ হাইকোর্টের বিরাট রায়। হিন্দু পক্ষের সপক্ষেই গেল রায়। এদিন আদালত জানিয়ে দিয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভে যে ভাবে শুরু হয়েছিল, সেই ভাবেই চলবে।

এদিন মূলত দায়রা আদালতের সার্ভে স্থগিত করার আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, এই সমীক্ষাতে কোনও কিছু ক্ষতিগ্রস্ত হবে না। এএসআই-এর দেওয়া সার্ভে রিপোর্টের ওপরই ভরসা রেখেছে আদালত। তাই এদিন আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে বলেছে যে জরিপ অবিলম্বে শুরু হতে পারে। আদালতের এই রায়ে খুশি হয়েছে হিন্দু পক্ষ।