পাপুয়া নিউগিনিতে গোলাগুলি ! নিহতের সংখ্যা বেড়েছে ৬৪

আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতাঃ উপজাতি সহিংসতার বলি ! পাপুয়া নিউগিনির হাইল্যান্ডে গোলাগুলির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪। পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে, ' নিহতের সংখ্যা আরো বাড়বে। হাইল্যান্ডে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলছে। তবে এবারের হত্যাকাণ্ড বিগত বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। '

সূত্র মারফত জানা গিয়েছে যে, জমি এবং সম্পদের দখল নিয়ে দেশটির স্থানীয় উপজাতি গোষ্ঠী প্রায়ই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। এর ফলে গত বছরের জুলাইয়ে এ অঞ্চলে তিন মাসের জন্য লকডাউন জারি করা হয়। একই সঙ্গে পুলিশ কারফিউ জারির পাশাপাশি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতিক বছরে অবৈধ অস্ত্রের যোগাগ বেড়ে যাওয়ায় সহিংসতা আরও বেড়েছে, ফলে হতাহতের সংখ্যাও বাড়ছে।

v