ভাসছে রাজ্য, চিন্তায় রাজ্যবাসী!

রাত থেকে ফের অবিরাম বৃষ্টির কারণে গুজরাটের নাভসারিতে ব্যাপক হারে জল জমার পরিস্থিতি দেখা দিয়েছে। চারিদিকে ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gujarat flood2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভাসছে মোদির রাজ্য। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। গবাদি পশুদের থাকার জায়গায় জল, কোমর অবধি জলের মধ্যেই রয়েছে এলাকার বাসিন্দারা। অথচ এর মধ্যেও বৃষ্টি থামার কোনও নাম গন্ধ নেই।

গত রাত থেকে ফের অবিরাম বৃষ্টির কারণে গুজরাটের নাভসারিতে ব্যাপক হারে জল জমার পরিস্থিতি দেখা দিয়েছে। জেলাশাসক অমিত প্রকাশ যাদব শহরের সমস্ত স্কুল ও কলেজে ইতিমধ্যেই ছুটির নির্দেশ দিয়েছেন। তবে পরিস্থিতি ভয়াবহ এমনটাও জানাচ্ছেন তিনি।