/anm-bengali/media/media_files/yCISXJd2qI0SJm4fskF7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ১ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে যোগ ব্যায়ামে মনোনিবেশ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। আজ নবম আন্তর্জাতিক যোগ দিবস। দেশের পাশাপাশি বিদেশেও পালন হচ্ছে এই দিনটি। প্রত্যেকে নিজের মত করে যোগাসনের মাধ্যমে পালন করছে দিনটি। এমনকি আজ বিকেল সাড়ে পাঁচটায় মার্কিন মুলুক থেকেই যোগ দিবস পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এমন অবস্থায় তাঁর দলের মানুষরা বাদ যান কি করে। তাই সকাল থেকেই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। আর এবার দেখা গেল গুজরাটের মুখ্যমন্ত্রী যোগ দিলেন যোগ দিবসের অনুষ্ঠানে। এদিন সুরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তাঁর সাথে সেই অনুষ্ঠানে ছিলেন ১ লক্ষেরও বেশি মানুষ।
#WATCH | Gujarat: Over 1 lakh people performed Yoga with CM Bhupendra Patel in Surat on #9thInternationalYogaDaypic.twitter.com/1EuHDqSVsZ
— ANI (@ANI) June 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us