/anm-bengali/media/media_files/i2C7tMovU9JOM6HRzvFU.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আগামী দু’দিন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সম্মেলন। তার জন্যে একেবারে প্রস্তুত দিল্লি। আর জি-২০ সম্মেলন নিয়ে বিশেষ ভূমিকা পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শুক্রবার সকাল সকাল গঙ্গাঘাটে গঙ্গা পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যরা। জি-২০ সম্মেলনের সাফল্য কামনা করলেন সিভি আনন্দ বোস। এরই পাশাপাশি বাংলার মঙ্গল কামনায় গোয়ালিয়র ঘাটে দাঁড়িয়ে গঙ্গা বন্দনা করলেন রাজ্যপাল।
#WATCH | West Bengal Governor CV Ananda Bose says, "India has set out to its mission to showcase the best of India to the whole world that is G20. This aarti was performed to pray for the success of G20, the success of India & success of West Bengal." pic.twitter.com/H4cjQJDWRB
— ANI (@ANI) September 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us