/anm-bengali/media/media_files/k4RUiD98zrxXxvl2GB1Q.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: তিনি নাকি একাই লড়বেন। সেই লক্ষ্য নিয়েই এবার বিধানসভায় পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে আম্বেদকর মূর্তির সামনে একাই অবস্থানে বসলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দলের কাউকে পাশে পাননি তিনি। কিন্তু তিনি নিজেই এই লড়াই চালিয়ে যেতে চান। তাই একাই বসলেন অবস্থান বিক্ষোভে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, “আমি শুদ্ধ রাজনীতি করতে চাই। পাহাড়ে ১৫ বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছি। আজ আমাদের হাতে সংসদের মাত্র একটা সেশন বাকি আছে। আজকে পর্যন্ত আমাদের ইস্যু সংসদের ভিতর তোলা হয়নি। ১৫ বছর সাংসদ সেখানে উপস্থিত থাকছে। তারপরও প্রশ্নের উত্তর মিলছে না। আমাদের দাবি কবে পূরণ হবে? এবার আমরা প্রতিশ্রুতি চাই না। আজ পর্যন্ত আমি রাজ্য সরকারকে জিজ্ঞাসা করছিলাম। এবার কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করছি। প্রতিশ্রুতি না রাখার জন্য পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে। এখনও পাহাড়ের দাবি না মানা হলে, ভবিষ্যতে এই পরিস্থিতির আরও বদল হবে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us