New Update
/anm-bengali/media/media_files/YHEp1bRPeJdrZUBKHCdx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। বেতন থেকে চাকরির সুযোগ সবকিছুতেই সম্প্রতি এমন ঘোষণার পাশাপাশি এবার সিভিক ভলেন্টিয়ারদের বদলি নিয়েও নতুন নিয়ম আসতে চলেছে বলেই জানা যাচ্ছে।
সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বা ভাতা এক হাজার টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করে। এর ফলে তারা এখন মাসে ১০০০০ টাকা করে পাবেন। আগামী মে মাস থেকে নতুন হারে বেতন পাওয়া শুরু হয়ে যাবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us