New Update
/anm-bengali/media/media_files/yGVC7gBtieS7sJb7NWWY.jpg)
দিগ্বিজয় মাহালি, পিংলা: আর কিছুক্ষন পরেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডুমারি এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/UIuYXJaOlmpwdVr71aFb.webp)
এই মুহুর্তে ঘাটাল লোকসভার অন্তগর্ত প্রত্যেকটি বিধানসভা থেকে কর্মীরা সভাস্থলে আসতে শুরু করেছে। ওই অঞ্চলে নিরাপত্তার জন্য ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে।
অ্যাম্বুলেন্স-এর ব্যবস্থাও রয়েছে। আজ এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪ ডিগ্রী সেলসিয়াস। সভামঞ্চ থেকে ১০০ মিটার দূরে একটি অস্থায়ী হেলিপ্যাডে নামবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/QXxuvHBWFhT15TCwlDOc.jpg)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us