খরচ কমবে, টাকা আসবে দু'হাত ভরে! এই টিপস কেউ জানে না

বাড়িতে টাকার ফোয়ারা এবং সুখ কে না চায়? কিন্তু অনেকেই নিষ্ঠা ভরে উপার্জন করলেও ঠিকমতো টাকা আসছে না। ফলে ক্ষতি হচ্ছে। কী করা যায় এক্ষেত্রে?

New Update
11111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কিছুতেই টাকার খরচ আটকাতে পারছেন না? সবার বেতন বেড়েছে, আপনারটা আর বাড়ছে না? ব্যবসায় লাভ হচ্ছে না? আপনি সমস্ত কাজ করছেন একদম নিয়ম মেনে, নিষ্ঠা ভরে।সমস্যা আপনার উদ্যোগে নয়, বাস্তুতে রয়েছে সেটা আপনি জানেন না। বাড়ি বা ঘরের বাস্তুতে সমস্যা থাকলে,প্রভাব পড়ে জীবনে এবং আর্থিক ক্ষেত্রেও। কীভাবে কাটানো যাবে সেটা? 

১.বাড়ির উত্তর-পূর্ব দিকে জলের ফোয়ারা রাখলে টাকার জোগান নিশ্চিত করবে।

২. বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে জলের ফোয়ারা, অ্যাকোরিয়াম বা ওই জাতীয় জিনিস রাখবেন না। দক্ষিণ-পূর্ব দিকে লাল রঙের আলো রাখুন।

৩. ঘরের উত্তর-পূর্ব দিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। মাথা ঠান্ডা থাকবে। লাভ হবে।

৪. যে ঘরেই আলমারি রাখুন না কেন, যাতে আলমারির দরজা খুললে তা উত্তর দিকে মুখ করে খোলে সেটি দেখবেন।