গাজা হাসপাতাল ধ্বংসে দায়ী ইসরায়েলই?

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন এই হামলার জন্য ইসলামিক জিহাদ দায়ী।

New Update
israeli-music-festival-100923-1-27bc94038644440894eaba4a7aca818c.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল-হামাস যুদ্ধে প্রভাব পড়েই গেল নিরীহ মানুষদের জীবনে। একটি বিস্ফোরণ, আর তাতে শেষ কয়েকশো প্রাণ। যারা কিনা সুস্থ হওয়ার জন্যেই ছিলেন গাজা হাসপাতালে। গতকাল সেখানেই হামলা চলে। সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় সেই হাসপাতাল। তারপর থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে এই বলে যে এই হামলার দায় আসলে কার! ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন এই হামলার জন্য ইসলামিক জিহাদ দায়ী। তবে এবার তার পালটা জবাব দিলেন জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর।

তিনি এদিন জানান, “নেতানিয়াহু একজন মিথ্যাবাদী। তার ডিজিটাল মুখপাত্র টুইট করে আগেই বলেছেন যে ইসরায়েল এই আঘাতটি করেছে এই ভেবে যে এর চারপাশে হামাসের একটি ঘাঁটি রয়েছে। অবশ্য তারপর তিনি সেই টুইটটি মুছে দেন। আমাদের কাছে সেই টুইটের একটি অনুলিপি রয়েছে। এখন তারা ফিলিস্তিনিদের দোষারোপ করার জন্য গল্পটি পরিবর্তন করেছে। সেনাবাহিনীর ইসরায়েলি মুখপাত্র একটি বিবৃতি দিয়েছেন যাতে তিনি বলেছিলেন হাসপাতালগুলি খালি করুন। তাদের উদ্দেশ্য ছিল হাসপাতালগুলির ওপর আঘাত হেনে আমাদের ওপর দায় চাপানো। তবে তেমনটা আমরা হতে দেব না। এর প্রতিবাদ করব”।

hiren